১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

জেলা প্রশাসকের বিদায় উপলক্ষে চাটমোহরে মতবিনিময়

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদের বদলীজনিত বিদায় উপলক্ষ্যে চাটমোহরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মু্িক্তযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আখতার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম। বক্তব্য দেন,সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার,পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,থানার ওসি মো.আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তমাল মাহমুদ।
এরআগে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ চাটমোহর ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরাজা আখতার,উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার,ইউএনও মো.সৈকত ইসলাম,স্বাচিপ পাবনা জেলা সভাপতি ডাঃ গোলজার হোসেন,বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসককে কিছু উপহার প্রদান করা হয়।