২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

ডিআরইউ নির্বাচনে নোমানী সভপতি, মসিউর সম্পাদক

শেয়ার করুন:

 

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রিপোর্টার মোরসালিন নোমানী সভাপতি পদে এবং দৈনিক সমকালের রিপোর্টার মসিউর রহমান খান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্তডিআরইউ -এর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কার্য নির্বাহী অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর, দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নইমুদ্দীন বিজয়ী হয়েছেন।

এদিকে, নারী সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নির্বাচিতরা হলেন- এমএম জসিম, আজিজুর রহমান, রোমানা জামান, মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই এবং জাহাঙ্গীর কিরণ।
প্রসঙ্গত, ডিআরইউর ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেন।