১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি, আইনানুগ ব্যবস্থা নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান

শেয়ার করুন:

প্রতীক্ষিত ঈদ রিলিজ ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় অনলাইন পাইরেসির শিকার হয়েছে। আগেই এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল। কিন্তু কড়া নজরদারি থাকা সত্ত্বেও রক্ষা হলো না এই বড় বাজেটের সিনেমাটি। শুক্রবার রাত থেকে টেলিগ্রামের একাধিক চ্যানেলে ঘুরতে দেখা যায় সিনেমার সম্পূর্ণ পাইরেটেড কপি। পরে তা ছড়িয়ে পড়ে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। যদিও ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে, তবে এখনও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে এই পাইরেটেড কপি।

প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল জানান, শুরু থেকেই তারা পাইরেসি ঠেকাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি এজেন্সি নিয়োগ করেছিলেন। সেই এজেন্সির সহায়তায় বিষয়টি তদারকি করা হচ্ছে এবং যেখানে যেখানে লিংক শেয়ার হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই আমরা আইনানুগ পদক্ষেপ নিতে শুরু করেছি।’

তাণ্ডব সিনেমার ব্যবসায় পাইরেসির কোনো প্রভাব পড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন শাহরিয়ার শাকিল। তার মতে, “বিশ্বের যেকোনো বড় সিনেমা কখনও না কখনও পাইরেসির শিকার হয়েছে। আমাদের আগের সিনেমা ‘তুফান’ও এই সমস্যার মুখে পড়েছিল। কিন্তু দর্শক জানে, সিনেমা বড় পর্দায় দেখার জাদুই আলাদা। হলের অভিজ্ঞতা ওটিটি কিংবা মোবাইল স্ক্রিনে পাওয়া সম্ভব নয়।”

তিনি আরও জানান, ঈদের দিন মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এখন দেশের ১৩৩টি হলে চলছে এবং এর পরবর্তী কয়েকদিনের বেশির ভাগ টিকিট ইতোমধ্যেই অগ্রিম বিক্রি হয়ে গেছে।

রায়হান রাফী পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়াচ্ছে।

তাণ্ডব টিমের আশা, দর্শক সিনেমাটি হলে এসেই দেখবে এবং পাইরেসি প্রতিরোধে সবাই সচেতন ভূমিকা রাখবে।