১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

তৃতীয় লিঙ্গধারীদের উন্নয়নে আলোচনা, উপহার সামগ্রী বিতরণ

শেয়ার করুন:

পাবনা
প্রতিনিধি:
করোনাভাইরাসের সময়ে মানবিক বন্ধু আদম তমিজী হকের পৃষ্টপোষকতায় এবং মানবিক
বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে পাবনায় সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে আলোচনা
সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (২২ জুলাই) দুপুরে পাবনায় ঢাকা-পাবনা মহাসড়কের নূরজাহান
কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মানবিক
বাংলাদেশ সোসাইটি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
বিশেষ
অতিথির বক্তব্য দেন মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় প্রধান নির্বাহী কর্মকর্তা
জাহিদুল ইসলাম বিদ্যুৎ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পবন ইসলাম, ঢাকা মহানগর
উত্তরের সেক্রেটারী অহিদুল ইসলাম বাধন, কামরাঙ্গীর চর সেক্রেটারী মোবারক হোসেন শুভ,
মানবিক বাংলাদেশ সোসাইটি’র পাবনা জেলা শাখা’র সভাপতি আরমান হোসেন, মানবিক বাংলাদেশ
সোসাইটি’র পাবনা জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক রিতু প্রমুখ।
বক্তাগণ
বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের জীবন আছে, সমাজে তাদের ভালভাবে বেঁচে থাকার অধিকার ও প্রতিষ্ঠিত
হওয়ার সুযোগ রয়েছে। আমরা প্রত্যাশা করি তাদের মেধা ও বিভিন্ন ধরনের হাতের কাজ ও প্রশিক্ষণ
গ্রহণ করে সমাজে আরসব মানুষের মত সম্মানের সাথে বসবাস করবে।
মানবিক
বাংলাদেশ সোসাইটি দেশের প্রতিটি জেলায় তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে আন্তরিকতার সাথে
কাজ করে যাচ্ছে। তারা যাতে পথেঘাটে মানুষদের বিরক্ত করে অর্থ উর্পাজন না করে স্বাভাবিক
মানুষদের মত সব কাজে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে আমাদের কেন্দ্রীয় সোসাইটির উদ্যোগে
পদক্ষেপ গ্রহণ করা হবে।