১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন: পাবনায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি :আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনার ৫টি পৌরসভায় আওয়ামীলীগ ও বিএনপির দলীয় ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০জন দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, ঈশ্বরদীতে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ভাঙ্গুড়ায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হাসনায়েন রাসেল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, ফরিদপুরে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খ ম কারুজ্জামান মাজেদ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল হক, সাঁথিয়ায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সুজানগরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম ও পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল হুদা ওরফে কামাল বিশ্বাস।