২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

নাইজেরিয়ায় ৪৩ কৃষককে গলা কেটে হত্যা করল জঙ্গিরা

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: নাইজেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত বোর্নো প্রদেশের রাজধানী মাইদোগুরির এক গ্রামে ধানজমিতে কাজ করতে থাকা ৪৩ জন কৃষককে গলাকেটে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা।

এছাড়াও আরও প্রায় ৬জন কৃষককে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট এ ঘটনাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন।

বোকো হারাম এবং ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে এমন অঞ্চলে সাম্প্রতিক মাসের সবচেয়ে নৃশংস আক্রমণের এটি। যদিও এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নিহত কৃষকরা নাইজেরিয়ার উত্তর-পূর্বে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সেকেতো অঞ্চল থেকে ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলো। সম্প্রতি তথ্য পাচার দিচ্ছে এমন অভিযোগে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের এরআগেও কৃষি শ্রমিকদের উপর হামলা চালিয়েছে।

গত মাসেও পৃথক দুটি ঘটনায় ফসলের জমিতে মাঠে কাজ করতে থাকা ২২ কৃষককে হত্যা করেছিলো বোকো হারামের জঙ্গীরা।

এদিকে, রবিবার এক বোমা হামলায় বোর্নো প্রদেশের বাগা এলাকায় কমপক্ষে ছয়জন সৈনিক নিহতের খবর পাওয়া গেছে।