১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ২১

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম:-
নারায়ণগঞ্জের মসজিদে এয়ার কন্ডিশনার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে শনিবার সন্ধ্যায় ২১ জনে পৌঁছেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত মোট ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
নতুন মৃত একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতরা হলেন- মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার (৪৮), জুয়েল (৭), মো. জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবীর (৭০), কুদ্দুস বেপারী (৭০), মো. ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুনায়েত (২৮), মো. রাসেদ (৩০), মাইনুদ্দিন (১২),  জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার (৫০) এবং নয়ন (২৭)।
ডা. সামন্ত লাল সেন জানান, মসজিদে সাতটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণের পরে আহত ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন,’ বলেন তিনি।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এশার নামাজের সময় মসজিদের সবগুলো এসি বিস্ফোরিত হয়ে প্রায় ৪০ মুসল্লি আহত হন। আহতদের মধ্যে রাতে একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বায়তুস সালাম মসজিদে মসল্লিরা নামাজ শেষ করার পরপরই এ ঘটনা ঘটে। একটি এসি বিস্ফোরিত হয়ে মসজিদের ভেতরে আগুন লেগে যায়। পরে, বাকি আরও ছয় এসির বিস্ফোরণ ঘটে।