১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি নিশ্চিত করতে হবে- সেলিম রেজা হাবিব

শেয়ার করুন:

সুজানগর প্রতিনিধি: সুজানগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। বুধবার(১ সেপ্টেম্বর) বিএনপি নেতা হাবিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃএ.কে.এম সেলিম রেজা হাবিব।অন্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দিন মোল্লা,আহম্মদ আলী লাটু, মোশারফ হোসেন বাদশা,সুজানগর উপজেলা যুবদলের আহŸায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল, যুগ্ন আহŸায়ক রাশেদ,স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক  সুজানগর পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান,যুগ্ন আহŸায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ,ছাত্রদল নেতা  সাকিবুল , আলম খান ও মাজহারুল প্রমুখ।  বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র করে লাভ হবেনা মন্তব্য করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃএ.কে.এম সেলিম রেজা হাবিব বলেন এরশাদের সময় এবং ওয়ান-ইলেভেনের সময় বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তা সফল হয়নি।তাই এ সরকারের আমলেও বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবেনা। অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানানোর পাশাপাশি  সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকারের সকল প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন উপেক্ষা করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি।  সেলিম রেজা হাবিব আরো বলেন তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের দিক-নির্দেশনা মোতাবেক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলা ও নির্বাচনের মাধ্যমেই জাতির মুক্তি নিশ্চিত করতে হবে। জুলুম নির্যাতন করে দেশে কোন সরকারই আজীবন টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও পারবে না বলেও জানান তিনি। সভায় সুজানগর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খালেদা  জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তির জন্য দোয়া করা হয়। পরে দলটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীরা কেক কাটেন।