৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় ট্রাক তল্লাশী করে ১৮ কেজি গাঁজাসহ আটক- ২

শেয়ার করুন:

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের বুইনাপাড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

এসময় একটি হলুদ-নীল রঙের ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে ও চেসিসের গোপন চারটি খোপ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর এক আসামির হেফাজতে থাকা দুটি প্লাস্টিক পাইপের ভেতর থেকে আরও ৬ কেজি গাঁজা পাওয়া যায়। মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলার সদর থানার দেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ রতন মিয়া (৩৬) ও পাবনা সদর থানার সাধুপাড়া জুটপট্টি এলাকার মোঃ কালু বিশ্বাসের ছেলে মোঃ আব্দুর রহমান (৩৬)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।