পাবনা প্রতিনিধি :
নিজেদের শখের মোটরসাইকেল নিয়েই বেকারত্ব দূর করতে সমন্বিত উদ্যোগে রাইড শেয়ারিং চালু করলো পাবনার বেড়া উপজেলার কয়েকজন বেকার যুবক।
সোমবার (২৬ মে) দুপুরে কাশিনাথপুর মোড়, কাজিরহাট ফেরিঘাট মোড় ও নাজিরগঞ্জ মোড়ে বাইক রাইডারদের নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা মাহদী হাসানের সভাপতিত্বে ও আরিফ মাহমুদ, রবিউল আওয়ালের সঞ্চালনায় অতিথি ছিলেন, বেড়া উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর শরীফুল আলম শরীফ, বেড়া উপজেলা জাসাসের প্রস্তাবিত সভাপতি তারেক আহমেদ, বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএ খালেক।
তারা বলেন, আমাদের দেশের মূল সমস্যা হলো বেকারত্ব সমস্যা। বেকার যুবকরা অলস সময় পার করতে করতে এক সময়ে মাদক সহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। যদি কাজের মধ্যে থাকে তাহলে কোন অপরাধ এদের ধরতে পারবে না। আমাদের এলাকার যুবক ছেলেরা যেহেতু এ মহতী কাজের উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে। পাবনাবাসী আপনারা সবাই এদের কাজে সহযোগীতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় আর উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা জাসাসের প্রস্তাবিত সিনিয়র যুগ্ম আহবায়ক জাবেদ আলী প্রামাণিক, জাতসাখীনি ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: আব্দুস সালাম, আব্দুস সামাদ ফকির, বেড়া উপজেলা জাসাসের প্রস্তাবিত সদস্য সচিব এসএম মাহবুব হোসেন প্রমুখ।
উদ্দোক্তারা জানান, আমাদের অঞ্চলের কয়েকজন বেকার যুবক মিলে আমরা বাইক রাইড শেয়ারিং চালু করেছি। যুবকরা যাতে বসে থেকে মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গ জড়িত না হয়, সেই চিন্তা থেকেই মূলত এটার আয়োজন করা।
অফিসগামী, শিক্ষার্থী কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষদের জন্য এটি একটি সময়-সাশ্রয়ী ও কার্যকর বিকল্প ব্যবস্থা। কোন প্রকার হয়রানি ও ভোগান্তি ছাড়াই সবাই সেবাটি পাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত আমাদের টিম সর্বদা কাজ করবে। কাশিনাথপুর থেকে কাজিরহাট, কাজিরহাট থেকে কাশিনাথপুর, কাজিরহাট থেকে নাজিরগঞ্জ, আবার নাজিরগঞ্জ থেকে কাজিরহাট রুটে চলাচল করবে। আগামী কোরবানি ঈদের পর থেকে এ্যাপসের মাধ্যমে সেবা প্রদান করা হবে। প্লেস্টোর থেকে এ্যাপসটি ডাউনলোড করা যাবে।
Post Views: 130