২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

পাবনায় মোবাইল চুরির জেরে মামাতো ভাইদের হাতে ফুফাতো ভাই খুন

শেয়ার করুন:

পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে মামাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৫ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাসেল (৩১) একই এলাকার নজিরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফরাবাদের মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হওয়ার পর সেই অভিযোগ গিয়ে পড়ে রাসেলের ওপর। অভিযোগকারী তানজিল নামের এক যুবক রাসেলকে ফোন ফেরত দিতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল তানজিলকে মারধর করেন। এই ঘটনার জেরে রাতে তানজিলের স্বজন ও মকবুলের লোকজন রাসেলদের বাড়িতে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

তবে নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন ঘটনার পেছনে মোবাইল চুরির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, এলাকায় পরিত্যক্ত একটি সেমাই কারখানার কলা কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।