পাবনার ফরিদপুর উপজেলায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে দুই শিশু—তিন্নি খাতুন (১১) ও তার চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭)। শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার উত্তর থানাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তিন্নি উপজেলার উত্তর থানাপাড়া গ্রামের আবু সামা কাউন্সিলরের মেয়ে এবং জোবায়ের একই এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে বড়াল নদীতে একসঙ্গে গোসল করতে নামে দুই শিশু। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দেখতে পান, তারা আর পানির ওপরে ভেসে নেই। পরে খোঁজাখুঁজি করে একপর্যায়ে নদী থেকে নিথর অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
দ্রুত তাদের গোপালনগর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত দুই শিশুই সাঁতার জানতো না। তাদের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।