১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

পাবনার বেড়ায় প্রাথমিক বিদ্যালয়ে দুই ঘন্টা কর্মবিরতি পালিত

শেয়ার করুন:

বেড়া ( পাবনা) প্রতিনিধিঃ কেন্দ্রীয় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সারাদেশের ন্যায় পাবনার বেড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে। পনের মে থেকে উনিশ মে সোমবার পর্যন্ত কর্মবিরতি পালন করেন উপজেলার সকল সহকারী শিক্ষকরা। তিন দফা দাবি আদায় লক্ষ্যে তাঁরা এ কর্মবিরতি বিশ মে পর্যন্ত অব্যাহত রাখবেন।
বেড়া পৌর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জানান, কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা প্রকাশ করে আমরা এ কর্মবিরতি পালন করছি। সরকারের কাছে আমাদের তিনটি নায্য দাবি -১) বেতন বৈষম্য দূরী করণে ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ ২) সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ৩) ১০ বছর ও ১৬ বছরে টাইম স্কেল প্রাপ্তির জটিলতা দূরীকরণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ কর্মবিরতি চালিয়ে যাবো।
সরেজমিনে দেখা গেছে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পালিত না হলেও কিছু প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মবিরতি পালিত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো হেলাল উদ্দিন বলেন, আমরা আগামীকাল সাধারণ সভার মাধ্যমে সর্বাত্মক সিদ্ধান্ত নেবো।