২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

পাবনার বেড়ায় রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার জানাযা নামাজ স¤পন্ন

শেয়ার করুন:

 

বেড়া(পাবনা) প্রতিনিধিঃ রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা জয়নাল আবেদীন এর জানাযা নামাজ  স¤পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে বেড়া বিবি উচ্চবিদ্যালয় চত্ত¦রে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাঃ সবুর আলীর নেতৃত্বে কফিনে পু®পস্তবক অর্পনের মাধ্যমে তাকে রাস্ট্রীয় সন্মান জানানো হয়।  

এ সময় বেড়া-সাঁথিয়ার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সকল দলের রাজনৈতিক ব্যক্তিত্ব ও হাজারো মানুষ তার জানাযায় অংশ নেয়। গত সোমবার(১৮ জানুয়ারী) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

একসময়ের তুখোর ফুটবলার সাবেক বেড়া পৌর কমিশনার বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী রাজনৈতিক কর্মী হিসেবে এ জনপদে বিশেষ ভাবে পরিচিত ছিলেন। ক্রিড়া সংগঠক সমাজসেবামূলক কাজে নিবেদিত থেকে তিনি সকল দলের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন। 

তার মৃত্যুতে সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী এ্যাডঃ শামসুল হোক টুকু এমপি, বেড়া পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বেড়া পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান ফজলুর রহমান ফকির, বেড়া মুক্তিযোদ্ধা কমান্ড বিভিন্ন সামাজিক ও ক্রিয়া সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।