১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

পাবনার সন্তান আমিন উল আহসান হলেন বরিশালের কমিশনার

শেয়ার করুন:

 ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ দ্বিতীয় বারের মতো পাবনা জেলা থেকে বিভাগীয় কমিশনারের দায়িত্বে নিযুক্ত হয়েছেন পাবনার কৃতীসন্তান মো. আমিন উল আহসান। তার আগে পাবনা জেলা থেকে প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মাজগ্রামে জন্মগ্রহণ করা মো. আমিনুল হক। গতবছরের ৭ সেপ্টেম্বর মো. আমিন উল আহসান অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান এবং ২২ সালের ৪ জানুয়ারি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন। এর পূর্বে তিনি বিসিআইসির পরিচালক (যুগ্ম সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। 

 ৭ ফেব্রুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন এইচ সেন্টারে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা ডেভেপমেন্ট ফাউন্ডেশন পাবনা থেকে দ্বিতীয়  বিভাগীয় কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় মো. আমিন উল আহসানকে বিশেষ সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য যে, তিনি পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও কার্যিকরি কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

১৩তম বিসিএস-এর মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারের জন্য নির্বাচিত হয়ে ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যাালয়, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়া জেলার আদমদীঘি,, বগুড়া সদর, ঠাকুরগাঁও  সদর, বগুড়ার শেরপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট অফিস (মহানগর ম্যাজিস্ট্রেট হিসেবে), স্বাস্থ্য মন্ত্রণালয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (প্রজেক্ট ম্যানেজার) এবং উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ফেনী ও খুলনা জেলার জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ- ঢাকায় দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের সর্বত্র তিনি সততা, একাগ্রতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

আমিন উল আহসান ১৯৬৮ সালের ৩১ ডিসেম্বর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে জন্মগ্রহণ করেন। পিতা ফাহিম উদ্দিন ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক ও মাতা আনোয়ারা খাতুন গৃহিণী।

মো. আমিন উল আহসান নর্থবেঙ্গল পেপারস মিল উচ্চ বিদ্যালয়, পাকশী, ঈশ্বরদী থেকে ১৯৮৩ সালে প্রথম বিভাগে এসএসসি এবং সরকারী এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ১৯৮৫ সালে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে ১৯৮৮ ও ১৯৮৯ সালে যথাক্রমে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ তিনি ব্যবসা প্রশাসনে এমবিএ  এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে জনস্বাস্থ্য বিয়য়ের ওপর এমপিএইচ (মাস্টার অব পাবলিক হেলথ) ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

আমরা পাবনার এই গুণী প্রশাসনিক কর্মকর্তার দীর্ঘজীবন, কর্মজীবনের সর্বোচ্চ সফলতা এবং আমৃত্যু সুস্থতা কামনা করি। আমিন।