৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনার সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধি:নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

আজ (সোমবার ১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মাসুদ রানা, প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ফারুক হোসেন, সাধারণ উজ্জল হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক, মৎস্যজীবি তপন হালদার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য চাষীসহ বিভিন্ন গনমাধ্যমকর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদনে গুরুত্ব রাখায় তিন খামারিকে ক্রেস্ট প্রদান করা হয়।