ইছামতি২৪করেসপন্ডেন্টঃপাবনার সাঁথিয়ায় বাস, সিএনজি, ইজিবাইকসহ অন্যান্য গণপরিবহনে অতিরিক্ত ভাড়া ও যাত্রী উঠানো, মাস্ক না পড়া, ইত্যাদি অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯) আগস্ট সকালে উপজেলাধীন পাবনা বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান। এ সময় স্বাস্থ্যবিধি নামানায় রোমিও পরিবহনকে ২ হাজার ও অনান্য পরিবনের যাত্রিদের মাস্ক পরিধান নাকরায় ৭ জনকে ৭শ”টাকা অর্থদন্ড করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় সহযোগিতা করেন সাঁথিয়া থানার এস আই পিয়াস আল আজাদ ও সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান বলেন, স্বাস্থ্যবিধি নামানায় গণপরিবহনে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড করা হয়েছে এবং যাদের মুখে মাস্ক ছিলনা তাদের একটি করে মাস্ক দেওয়া হয়েছে । সরকারের নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে পরামর্শ দেন|