পাবনা প্রতিনিধিÑঃ
পাবনার জেলার ৯টি উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় ৪জন করে মোট ৩৬জন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। পাবনা জেলা কমান্ড্যান্ট অফিসার শফিকুল আলম জানান, আনসার ভিডিপি সদর দপ্তরের নির্দেশ মোতাবেক শুক্রবার থেকেই আনসার মোতায়েন শুরু করেছি। গতকাল শনিবার থেকে জেলার ৯টি উপজেলা নির্বাহী কর্মতাদের নিরাপত্তায় ৩৬জন সশস্ত্র আনসার সদস্য নিয়োজিত রয়েছে। তিনি বলেন, প্রতিটা উপজেলায় একজন করে সশস্ত্র কমান্ডার ও ৩জন করে সশস্ত্র আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার মধ্য রাতে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবার উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে তাদের সরকারী বাসভবনে আনসার নিয়োগ দেয়া হবে বলে জানান।