১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

পাবনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃপাবনায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পাবনা গোয়েন্দা পুলিশ। সে সদর থানার হাসেম আলীর ছেলে টুটুল (৩৪)। তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার।

 জানাযায়, শনিবার(৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা, অভিযান চালিয়ে পাবনা সদরের আরিফপুর এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী টুটুল (৩৪), পিতা-হাসেম আলী, গ্রামঃ আরিফপুর(পশ্চিমপাড়া),থানা-পাবনা সদর,জেলা-পাবনাকে গ্রেফতার করিয়া করে। এসময় তার নিকট থেকে একটি বিদেশী 7.65 পিস্তল,একটি 7.65 পিস্তলের ম্যাগজিন, ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত টুটুলকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, পলাতক আসামী সুজন প্রাং তজল মৃধা (৩৮), পিতা-মৃত আজিজুল মৃধা,সাং-শ্রীপুর, থানা-আতাইকুলা,জেলা-পাবনার নিকট হতে অস্ত্র ও গুলি ক্রয় করিয়াছে।  এ বিষয়ে পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত আসামী  টুটুল এর বিরুদ্ধে ০২টি মামলা বিচারাধীন রয়েছে এবং পলাতক আসামী  সুজন প্রঃ তজল মৃধা বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ সর্বমোট ০৭(সাত)টি মামলা রয়েছে।