২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

পাবনায় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি :পাবনায় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের অনন্ত বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত বকুল শেখ সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

পাবনা  থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. নাছিম আহমেদ ঘটনার সতত্যা স্বীকার করে জানান, এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রæপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের অনন্ত বাজার এলাকায় মোকলেস গ্রæপ ও বকুল গ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় মোকলেস গ্রæপের সন্ত্রাসীরা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
পাবনা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড: আহাদ বাবু নিহত বকুলের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, স্থানীয় বিএনপি নেতা মোকলেসের নেতৃত্বে এ হত্যার ঘটনা ঘটেছে। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবী করেছেন।