পাবনা প্রতিনিধি:
দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধির মেনে চলার জন্য এবং সরকারি ঘোষিত ”নো মাস্ক নো সার্ভিস” কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষে পাবনায় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে প্রচারনা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে সকল শ্রেনী পেশার মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা। এসময় শহরের গুরুত্বপূর্ন স্থানে পথ সভার মাধ্যমে সাধারন মানুষদের করোনার ভয়াবহতায় মাস্ক ব্যবহারের গুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা ওয়ার্কর্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক কমরেড সুলতান অঅহম্মেদ ব্যুড়ো, জাতীয় প্রার্টির সহ-সভাপতি নাসির চৌধুরী, ক্রীয়া সংগঠক মুক্তার হোসেন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাসেল, অজয় রায়, রনি ইমরানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
কর্মসূচির প্রথম দিনে শহরের গুরুত্বপূর্ন ১০টি স্থানে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। আগামী ১০ দিন বিনামূল্যে গরিব, অসহায়, দরিদ্র মানুষদের মাঝে দশ হাজার মাস্ক বিতরণ করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।