১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

শেয়ার করুন:

 প্রতীকী ছবি
চাটমোহর
(পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত
কল্পনা রানী পাল (৪০) উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী।
রোববার
(২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তিনি খুন হন বলে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন
জানিয়েছেন।
তিনি
বলেন, নিরঞ্জন পাল চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান। দোকান বন্ধ করে রাত সাড়ে
১১টার দিকে বাড়ি ফিরে ঘরে তিনি তার স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
“তাকে
গলা কেটে হত্যা করা হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা
যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।”