পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত নাছিম আহম্মেদ জানান, বৃহস্পতিবার (২০ মে)বিকেল ৪ টার দিকে রাধানগর ডিগ্রি কলেজ বটতলায় পুর্ব বিরোধের জেরে কয়েক যুবক রনি সেখকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।
তিনি াারো জানান, এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে রনির সাথে স্থানয়ী মিরাজুলের বিরোধ চলছিল। এরই এক পর্যায় বৃহস্পতিবার বিকেলে মিরাজুলের নেতৃত্বে ২টি মটর সাইকেল যোগে ৬ যুবক রাধানগর ডিগ্রি কলেজ বটতলায় এসে একটি দোকানে বসে থাকাবস্থায় রনিকে ঘিরে ধরে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় পাবনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, এলাকার পরিস্থিতি পুলিসের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।