১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

পাবনায় দুই হোটেলে অভিযান, অনৈতিক কর্মকান্ডে আটক ৮

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কমঃ পাবনার সদরে মক্কা প্লাজার বলাকা ও পার্ক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মন্ডের অভিযোগে ৮ জনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির পুলিশ।

 পাবনা পুলিশ সুপারের ফেসবুক পেজ সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার সকালে সদর পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে পাবনার মক্কা প্লাজার দোতলার আবাসিক হোটেল বলাকায় অভিযান চালিয়ে ০৩ ও ০৪ নং রুম হতে দুইজন  দেহ ব্যবসায়ী,  দুইজন খদ্দর, হোটেল বয়- মাহফুজুর রহমান @ মাসুদ (৩২) পিতা-মোঃ আঃ মাজেদ গ্রাম চাঁদমারি থানা ও জেলা-পাবনা। হোটেল ম্যানেজার আবুল বাশার (৬৬) পিতা-মৃত আঃ রশিদ মিয়া গ্রাম; বাকড়া থানা- মতলব জেলা-চাঁদপুর দের গ্রেফতার করে থানায় আনা হয় । অন্যদিকে একই দিনে দুপুরে এয়ার প্লাজার ৩য় ও ৪র্থ তলার আবাসিক হোটেল পার্ক এর রুম নং ৩০ ও ১৯ তে অভিযান চালিয়ে একজন দেহ ব্যবসায়ী- একজন হোটেল বয়- মোঃ শফিকুল ইসলাম @ শফি(৪৫) পিতা- মৃত তৈয়জুদ্দিন খান সাং- চর কোষাখালী থানা ও  জেলা পাবনা দের গ্রেফতার করে থানায় আনা হয় । এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।