১১ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৬শে কার্তিক, ১৪৩২🔻 ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

পাবনায় ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় মো. সাগর (২৫) নামের এক মুদিব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে একদল সন্ত্রাসীরা। গত ১৯ মে রাত ৯টার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুরে এঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ৫ দিনেও মামলা রেকর্ডভুক্ত না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে অভিযোগ তুলে নিতে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে বাদী। ফলে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ মে মালিগাছার শংকরপুর মোড়স্থ দোকান থেকে ফেরার পথে মো. জনি মল্লিকের নেতৃত্বে মো. রাজু মল্লিক, মো. আল কবির রকি, আজিজুল, ইয়াসিন, সিরাজসহ একদল সন্ত্রাসী সাগরের পথরোধ করে। সাগরের বুকে আগ্নেয়াস্ত্র ধরে জোরপূর্বক নির্জন স্থান শ্রীকৃষ্ণপুরে নিয়ে গিয়ে চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা দোকানের এক লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সাগরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাগরের মা মোছা. মমতাজ বেগম বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও মামলা রেকর্ডভুক্ত করা হয়নি বলে অভিযোগ করে বাদী জানান, সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় থানা থেকে অভিযোগ তুলে নিতে বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন বলে অভিযোগ করেছেন।
এব্যাপারে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।