১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

পাবনায় রনি শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি:পাবনায় রনি শেখ হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।বুধবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসীরা অংশ নেয়। এর আগে শহরের রাধানগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ১০ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাজিদুল ইসলাম কালু, নিহতের মা জাহানারা পারভীন, নিহতের বড় ভাই জাহিদ হাসান রানা সহ অনেকে।
বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যা করেছে। রনি হত্যাকান্ডের ঘটনায় নির্দেশদাতা ও এর আশ্রয় প্রশয়দাতাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত ২০ মে বৃহস্পতিবার বিকেলে শহরের রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে রনি শেখকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলার পর পুলিশ প্রধান আসামী মিরাজুলসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে।