সংবাদদাতা: পাবনার-নগরবাড়ি মহাসড়কের চরচিনাখড়া গুচ্ছগ্রাম নামক স্থানে ইঞ্জিল চালিত অটোবাইকের সাথে পিকআপের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে সুজানগর উপজেলার চিনাখড়া গ্রামের মোজাই ছেলে মনির হোসেন (২০)। মনির দুলাই ডা: জহুরুল কামাল ডিগ্রী কলেজের এইচ এসসির ছাত্র। জানাযায়, বিকাল ৩ টার দিকে যাত্রী নিয়ে অটোবাইকটি ২৪ মাইল বাজার থেকে চিনাখড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চরচিনাখড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে একটি পিকআপ ভ্যান (যার নং ঢাকা মেট্রো-ঠ ১৩-১৫৬০) অটোবাইককে ধাক্কা দেয়। এসময় অটোবাইটি ধুমরে মুচরে যায়। অটোবাইকে থাকা ৪যাত্রী গুরুত্ব আহত হয়। আহতদের পাবনা সদও হাসপাতালে নেওয়া হলে কলেজ ছাত্র মনিরের মৃত্যু হয়। সংবাদ পেয়ে সুজানগর থানা পুলিশ ও মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে বিকল যানবাহন উদ্ধার ও যানবাহন চলাচল সচল করেন।
Post Views: 15