ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্টঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টিভি,বাংলাদেশ প্রতিনিধি ও বিডি নিউজ টুয়েন্টিফোর.কমের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে সাঁথিয়া প্রেসক্লাবের উদ্যোগে এক মানব বন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার সময় সাঁথিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদিন রানার সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা।
এসময় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুদ দাইন, সাধারণ সম্পাদক রতন কুমার দাস, সিনিয়র সাংবাদিক আলিউল ইসলাম অলি, কার্যকরী সদস্য মীর নজমুল বারী নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া রানা, বতর্মান সহসভাপতি মুনসুর আলম খোকন, জালাল উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল হাই, সাংবাদিক আরিফুল, খালেকুজ্জামান পান্নু, ফারুক হোসেন, আবু সামা, তাইজুল ইসলাম ও আরিফুল হোসেন।
মানববন্ধনে বক্তারা সৈকত আফরোজের বিরুদ্ধে পাবনা -২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর করা ষড়যন্তমূলক মিথ্যা মামলা প্রত্যহারের জোর দাবি জানান। এছাড়াও বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সরকারের নিকট দাবি জানান।