২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

পাবনা মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির অফিস অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দখল করে তালাবদ্ধ রাখার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে সমিতির নেতৃবৃন্দ। সংবাদ সন্মেলনে অবিলম্বে তালাবদ্ধ অফিস খুলে দেওয়ার দাবী জানানো হয়েছে।

গতকাল বুধবার পাবনা শহরের একটি চায়নিচ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে বক্তব্য দেন পাবনা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ওমর আলী, সাধারন সম্পাদক কালাম আহমেদ, আইনজীবী সমিতির সভাপতি বেলায়েত আলী বিল্লু, নাগরিক মঞ্চের সভাপতি ইদ্রিস আলী বিশ^াস, সদস্য সচিব কমরেড জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কালিম হোসেন, সদস্য সেলিম হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, সম্প্রতি জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির অফিস অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দখল করে রেখেছে শহরের পৈলানপুরের বাসিন্দা হাজী শরিফের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী। সমিতির অফিসকে জিম্মী করে সড়ক-মহাসড়কে চলাচলকারী গাড়ি থেকে অবৈধভাবে চাঁদাবাজি করছে তারা। চাঁদা না দিলে গাড়ি চলাচলে বাধা দেয়া হচ্ছে। সমিতির বৈধ সদস্যদের অফিসে যেতে দিচ্ছেন না। ফলে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নির্বাচনী কার্যক্রম গ্রহন করতে পারছেন না। বিষয়টি লিখিতভাবে জানানোর পরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেন নাই বলে অভিযোগ করা হয়। বক্তরা আরো বলেন, হাজী শরিফের নেতৃত্বে কতিপয় ব্যক্তি মালিক সমিতির নেতৃবৃন্দের নামে প্রমান ছাড়াই যে অভিযোগ করেছেন তা মিথ্য, বানোয়াট ও ভিত্তিহীন। অবিলম্বে প্রশাসনের উদ্যোগে তালাবদ্ধ সমিতি অফিস খুলে দেবার দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, অফিস দখল মুক্ত হলে অচিরেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন করে সমিতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। সংবাদ সম্মেলনে এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে শহরের বিশিষ্ঠব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যাক পরিবহন মালিক-শ্রমিক উপস্থিত ছিলেন।