১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

পায়ে হেঁটে ঢাকা থেকে পাবনা

শেয়ার করুন:

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পারনা) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার হতে গোল্ডের ঈগল ওপেন এয়ার স্কাউটস গ্রপের চারজন সদস্য পায়ে হেঁটে ১৫০ কিঃ মিঃ প্ররিভ্রমণ করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়ায় এসে পৌঁছে। পরিভ্রমণকারীরা হলো রোভার নাজমুল হোসেন(দলনেতা), রোভার কাইয়ুম, নাঈমুল ও শাজিদ। তারা ঢাকা শাহবাগ থেকে পায়ে হেঁটে মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় এসে পৌঁছলে সাঁথিয়ার রোভার গোলাম কিবরিয়া, নূর মোহাম্মদ ও মশিবুল আলম তাদের অভ্যর্থনা জানায়। সন্ধ্যায় তারা সাঁথিয়া প্রেস ক্লাবের  সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তাদের  উদ্দেশ্য,লক্ষ্য ও অভিজ্ঞতার কথা বর্ণনা করে।পরিভ্রমণকারী স্কাউটস রোভাররা জানায়, রোভারিং এর সবোর্চ স¤œান “ প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে ঢাকা হতে সাভার, মানিকগঞ্জ, কাজিরহাট,সাঁথিয়া,পাবনা পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিঃ মিঃ পরিভ্রমণ করবে। সাঁথিয়া প্রেস ক্লাবে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সহ সভাপতি জালাল উদ্দিন,সাবেক সহ সভাপতি মনসুুর আলম খোকন, সহ সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেল। সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই তাদের এ পরিভ্রমণকে স্বাগতম জানান।