১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ওক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- শামছুল হক।

শেয়ার করুন:

বেড়া প্রতিনিধিঃ আজ শনিবার (২৮ জুন) পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া মন্জুর কাদের ডিগ্র কলেজে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ব্রেডের সকল স্তরের অংশিজনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর নির্বাহী পরিচালক জনাব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জনাব মো: শামছুল হক। তিনি বলেন, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ওক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাস্তবমুখী শিক্ষা, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজের সংস্কার ত্বরান্বিত হয়। আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ব্রেডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্রেড প্রশংসা দাবিদার। ব্রেডের উপ-পরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রেডের বিভন্ন যুবদলের সদস্যরা তাদের অভিজ্ঞতা, শিখন ও সফলতা তুলে ধরেন। বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ বক্তব্য রাখেন জনাব মোঃ নাছির উদ্দিন ময়নুল, নির্বাহী পরিচালক এসডি কে এস. আলেয়া ইয়াসমিন নির্বাহী পরিচালক উদ্দীপন মহিলা সমিতি, কোহিনুর বেগম নির্বাহী পরিচালক আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা । এছাড়া ব্রেডের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ড. শরিফ আহমেদ চৌধুরিডাঃ মোঃ আব্দুল হান্নান সভাপতি বেড়া প্রেসক্লাব।