রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতিকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, “মাত্র তিন দিন যুদ্ধ থামিয়ে কোনো বাস্তব শান্তি আলোচনা হয় না।”
মস্কোর পক্ষ থেকে ৭ থেকে ৯ মে পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে। তবে জেলেনস্কির দাবি, এটি কোনো শান্তির উদ্যোগ নয় বরং “একটি কৌশল”।
“তারা ৭ তারিখ পর্যন্ত হামলা চালাবে, ৯ তারিখ পর্যন্ত বিরতি নেবে, তারপর আবার হামলা শুরু করবে”
জেলেনস্কি যুক্তরাষ্ট্র সমর্থিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবকে “বাস্তব শান্তির জন্য একটি প্রকৃত সুযোগ” বলে অভিহিত করেছেন।সেই সঙ্গে তিনি বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা রাশিয়ার ৯ মে’র বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ না নেন। তার এই আহ্বানে রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কটাক্ষ করে বলেছেন, “জেলেনস্কি যেন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকেন।”
এদিকে শনিবার গভীর রাতে রাশিয়ার চালানো ড্রোন হামলায় কিয়েভ শহরের বিভিন্ন আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে ওবোলনস্কি ও স্ভিয়াতোশিনস্কি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে।
চেরকাসি অঞ্চলেও ড্রোন হামলায় বেশ কয়েকটি স্থানে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইহর তাবুরেতস। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই হামলা এমন এক সময় হলো যখন মস্কোতে ৮ থেকে ১০ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বিজয়ের বার্ষিকী উপলক্ষে আয়োজন চলছে। কিন্তু এই সময় রাশিয়া যুদ্ধবিরতি মানবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।