পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার আজ বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ক্যাবিনেট ডিভিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই শোক পালন করা হবে ।
এই সময়কালে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া, পোপ ফ্রান্সিসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে ।
পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল, ২০২৫ তারিখে ৮৮ বছর বয়সে স্ট্রোক ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ এবং ২০১৩ সাল থেকে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, এবং বাংলাদেশ সরকারও এই শোক প্রকাশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।
Post Views: 74