২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

প্রেমিকার ঋণ শোধ করতেই ব্যবসায়ীকে হত্যা

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট:-প্রেমিকার কাছ থেকে নেয়া ঋণের টাকা শোধ করতেই কলেজছাত্র আলামিন নাটোরের নলডাঙ্গা উপজেলার সার ব্যবসায়ী অরুন শর্মাকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল।

সোমবার নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান।

তিনি বলেন, ২১ নভেম্বর রাতে নলডাঙ্গা বাজারের দোকান বন্ধ করে টাকাসহ বাড়ি ফেরার পথে অরুনকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় একই এলাকার আলামিন।

পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে আলামিনকে আটক এবং ২ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করে।

আটকের পর রবিবার তাকে আদালতে পাঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সে জানায়, প্রেমিকার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে হেরে যায় সে।

এদিকে, আলামিনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সোমবার সকালে নলডাঙ্গা বাজারে মানববন্ধন করেছেন সেখানকার ব্যবসায়ীরা।