ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: প্রেমের টানে’ যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান নারী চাঁদপুরে এসে এক যুবকের সঙ্গে বিয়ে করেছেন।
শনিবার চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ বিয়ে হয়।
বর ওই গ্রামের মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেন। আর বউ আমেরিকান নাগরিক জনস্ জিইনাবচন।
তাদের বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এছাড়া তাদের এক নজর দেখার জন্য বিয়ে বাড়িতে অনেকে ভিড় জমায়। এ দিন দুপুরে রালদিয়ায় তাদের বাড়িতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের উপস্থিতিতে এ বিয়ে হয়।
শাহাদাত হোসেন বলেন, আমাদের প্রেম বহু বছরের। আমরা বিবাহ বন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয় তার জন্য দোয়া করবেন।
এ বিষয়ে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, “বিয়েতে আমি না গেলেও ঘটনাটির সম্পর্কে অবগত রয়েছি।”
Post Views: 12