একজন আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে রবিবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা এপি বলেছে, তালেবান আলোচকরা এখন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে- তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসলামিক আমিরাত তাদের সকল সৈন্যদেরকে নির্দেশ দিয়েছে যেন তারা কাবুলের প্রবেশদ্বারগুলোতে অবস্থান করে এবং শহরে ঢোকার চেষ্টা না করে।
এ ব্যাপারে আফগান সরকারের কোন প্রকাশ্য প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এর আগে, তালেবানের উপ-প্রধান মোল্লা আব্দুলগনি বারাদার ঘোষণা করেছেন, তারা এখনো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী, তবে তাদের মূল লক্ষ্য আফগানিস্তানের স্বাধীনতা অর্জন করা। তিনি শনিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে একথা বলেন।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, বিবৃতিতে বারাদার বলেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় না। তালেবান মনে করে, আফগানিস্তানের সকল শ্রেণির মানুষ আইনের দৃষ্টিতে সমান।