বিশেষ প্রতিনিধিঃ-পাবনা জেলার পূর্বাঞ্চলে স্বনামখ্যাত সাংস্কৃতিক সংগঠন “প্রয়াস সাংস্কৃতিক” গোষ্ঠী’ র উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল পাঁচটায় সংগঠনের নির্মাণাধীন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রয়াস শিল্পীগোষ্ঠীর নবগঠিত কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন। সভায় ঘাতকের নির্মম বুলেটে ১৫ ই আগস্টে নিহত বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত তার পরিবারের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেই সাথে এই শোকাবহ আগস্ট প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীকে বিতর্কিত করার লক্ষ্যে প্রয়াসের নাম ভাঙিয়ে কে বা কারা নৌবিহারের মাধ্যমে আনন্দ ফুর্তির আয়োজন করেছে, তাদের প্রতি নিন্দা জানানো হয়। এর সঙ্গে প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই বলে সভায় জানানো হয়। শোকাহত কলঙ্কিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, মাস্ক বিতরণ ও ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন শাহিন, শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক মোঃ জানে আলম, মো: রতন, তাছাদ্দিকুর রহমান জুয়েল, শেখ শাহীন, ডা. তোফাজ্জল হোসেন, ব্যাংক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, শিক্ষক মোঃ তারেকুজ্জামান তরুণ, মোঃ আসিফ হোসেন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আরিফুল হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন, সাংবাদিক আল আমিন আল -অর্থ, মোঃ বিপুল, মোঃ কাজল, মোঃ শাকিল হোসেন, মোঃ আঃ জব্বার, মোঃ ওবায়দুল্লাহ, আদনান হাবিব, মোঃ সোবহানসহ সংগঠনের তরুণ সদস্যরা।