সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। বাদ যাচ্ছেন না নারী, শিশু এমনকি বৃদ্ধরাও। ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এবার রাজপথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাঁথিয়াবাসীর ব্যানারে।
স্থানীয় সময় দুপুর ২ টায় শুক্রবার(২১ মে) বাদ জুম্মা সাঁথিয়া পৌরসভার সামনে থেকে এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে স্থানীয় নাগরিকদের পাশাপাশি যোগ দিয়েছিলেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
এ সময় বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেন “ইসরায়েল একটি বর্বর জাতি তাদের নারকীয় হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমরা মুসলিম জাতি হিসাবে ফিলিস্তিনিদের পাশে আন্তরিক অবস্থান করছি ও মহান রাব্বুল আলামিনের দরবারে ইহুদীদের দৃষ্টান্ত শাস্তির জন্য দোয়া প্রার্থনা করছি। পরিশেষে ফিলিস্তিনিবাসীর সুরক্ষা কামনায় বিশেষ দোয়া করা হয়।##