২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

বগুড়ায় পুঁতে রাখা কলেজছাত্রের লাশ উদ্ধার, আটক ২

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কমঃ- জেলার কাহালুতে মাটির নিচে পুঁতে রাখা এক ছাত্রের লাশ সোমবার
সকালে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহত আন্না
(২০) উপজেলার মুরইল ইউনিয়নের ডোমর গ্রামের আজিজুর রহমানের ছেলে ও গাইবান্ধা কৃষি
কলেজের ছাত্র। আটকরা হলেন স্থানীয় মুরগির খামারের মালিক ওবায়দুর ও তার কর্মচারী
সুজন। কাহালু থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, রবিবার রাত ৮টার দিকে
আন্না বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার সকালে ডোমর খাঁ পাড়া মসজিদের পাশের একটি
পরিত্যক্ত জমির মাটির নিচে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহত আন্নার পুঁতে
রাখা লাশের একটি হাত মাটির ওপরে ছিল। পুলিশের ধারণা লাশ গুমের উদ্দেশ্যে মাটির নিচে
পুঁতে রাখে হত্যাকারীরা। এসআই হাফিজুর বলেন,হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লাশের পাশের
মুরগির খামারের মালিক ওবায়দুর ও তার কর্মচারী সুজনকে আটক করা হয়েছে।