১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুজানগর পৌর নির্বাচনে নৌকার মাঝি রেজার শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার নৌকার মাঝি হিসেবে চূড়ান্ত মনোনীত হওয়ার  পর শনিবার সকালে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটল,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এদিকে রেজাউল করিম রেজা নৌকার প্রার্থী চূড়ান্ত হওয়ায় শনিবার বিকালে সুজানগরে আগমন করলে দলীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকেরা এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা এবং আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেন। উল্লেখ্য  শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও  স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের  সভায় রেজাউল করিম রেজার নাম  ঘোষণা করা হয়। এক প্রতিক্রিয়ায় রেজাউল করিম রেজা  বলেন, পৌরসভার  নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায়  আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি  আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার প্রতি।  আশা করছি সুজানগর পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌরসভা গড়ার সুযোগ করে দিবেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান, দল থেকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা কে নৌকা প্রতীকে  মনোনীত করেছে। আমরা সুজানগর উপজেলা আওয়ামীলীগ  এবং নেতা কর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নির্বাচন কমিশন সচিবালয়ের ঘোষণা অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর সুজানগর পৌরসভা নির্বাচনের  মনোনয়নপত্র দাখিলের  শেষ তারিখ,মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারী-২০২১ তারিখ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  উপজেলা  নির্বাচন কর্মকর্তা  ফাতেমা খাতুন জানান সুজানগর পৌরসভার ১০,২৬১জন পুরুষ ও ১০,২২৩ জন নারী সহ সর্বমোট ২০,৪৮৪ জন ভোটার এবারের পৌর নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এবং  পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রের ৫৮টি কক্ষের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হবে।##