১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে মানববন্ধন

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙারহুমকির প্রতিবাদে বুধবার পাবনার সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগেমানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে আয়েজিত এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সোরহাব খানের পরিচালনায় আরও বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, পাবনা জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রবিউল করিম হিরু, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন,বাংলাদেশ গ্রাম থিয়েটারের ষাঁথিয়া শাখার সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেলিন প্রমুখ। বক্তাগণ বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার হুমকির উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান##