২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্রলীগের বিক্ষোভ

শেয়ার করুন:

 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর ভাঙচুরের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।

রোববার (৬ ডিসেম্বর) বিকালের দিকে বিকেলে শহরের পোষ্ট অফিসস্থ যুবলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলগেট গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি দোসরা আবারো ঘুরে দাড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে একাত্তরের পারিজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত-শিবির ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাসহ কুষ্টিায়ায় ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।##