১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

বাঁচানো গেলোনা কুকুরে কামরানো আম্বিয়াকে

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ায় কুকুরে কামরানো স্কুল ছাত্রী আম্বিয়াকে শত কষ্ট করেও বাঁচাতে পারেনি ভ্যান চালক বাবা আবুল হোসেন। উপজেলার আত্রাইশুকা গ্রামের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীসহ ৪ শিশুকে গত ২ মে কামরিয়েছিল একটি কুকুর।

স্কুল ছাত্রী আম্বিয়াকে তার নাক ও পায়ের বিভিন্ন অংশে কামরিয়ে ক্ষতবিক্ষত করেছিল কুকুর। তাকে প্রথমে পাবনা পরে রাজশাহী হাসপাতালে দীর্ঘ ১ মাস ১২ দিন চিকিৎসা দেওয়া হয়। ১৪জুন তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল  হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১ টার দিকে আম্বিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নেন।
স্কুল ছাত্রীর করুণ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।