বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা) উন্নয়ন সহায়তা দেবে জাপান। মোট তিনটি উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে। মঙ্গলবার (২৮ মে) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের মধ্যে এ-সংক্রান্ত এক্সচেঞ্জ অব নোটস ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইআরডি সচিব শরিফা খান এবং জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি চুক্তিতে স্বাক্ষর করেন।
অর্থায়ন প্রাপ্ত প্রকল্পগুলো হলো:
১. মেট্রোরেল প্রকল্প (লাইন-৫): ঢাকা শহরের যানজট নিরসনে অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্পে উল্লেখযোগ্য অর্থায়ন আসছে জাপান থেকে।
২. মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প: দেশের বাণিজ্যিক প্রবাহ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে মাতারবাড়ি বন্দর নির্মাণ প্রকল্পে অর্থায়ন।
৩. হাইস্কুল পর্যায়ের বিজ্ঞান ও গণিত শিক্ষা সম্প্রসারণ প্রকল্প: দেশের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও গণিত শিক্ষার গুণগত মান বাড়াতে এই প্রকল্পে বিনিয়োগ করবে জাপান।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, পরিবহন খাতে গতিশীলতা এবং মানবসম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা আশা করি, এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।”
অন্যদিকে ইআরডি সচিব শরিফা খান বলেন, “জাপানের এই সহযোগিতা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করে আসছে। গত কয়েক বছরে জাপান বাংলাদেশকে অবকাঠামো, বিদ্যুৎ ও পরিবহন খাতে বহু বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।