তপন হায়দার সান সভাপতি, মীর নজমুল বারী নাহিদ সম্পাদক
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ- বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সাঁথিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে সভাপতি হয়েছেন বাংলাদেশ আ’লীগ সাঁথিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন হায়দার সান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মীর নজমুল বারী নাহিদ। বিসিএন্ডডিএস পাবনা জেলা শাখা ২১ সদস্যের এ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যরা হলেন,রুহুল আলম সহ-সভাপতি, আব্দুল হাই সহ-সাধারণ সম্পাদক,মেহেদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক,মনিরুজ্জামান মানিক সাংগঠনিক সম্পাদক,বাকীবিল্লাহ মানিক সহ-সাংগঠনিক, আঃ হাই আসলাম,আবুল আহাদ রুবেল,মির্জা রেজাউর রহমান,আনোয়ার হোসেন মন্টু,সেলিম হোসেন,মাসুদ রানা,মনসুর আলম,সোহেল রানা,ডঃ খাইরুল ইসলাম,মেহেদী হাসান, আব্দুল মমিন,তোফাজ্জল হোসেন,আব্দুল হাদী এক্সিকিউটিভ মেম্বান, শ্রী সঞ্জয় কুমার পরিচালক। উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদুল হক স্বপন, শ্রী সুশীল কুমার দাস, আখতারুজ্জামান মঞ্জিল এবং ডাঃ মসলেম উদ্দিন।##