শাহজাদপুর প্রতিনিধিঃ সোমবার (১৬ জুন) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বাঘাবাড়ি ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন । প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় শত শত যাত্রী বিপাকে পড়ে । ইউএনওর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় ।
জানা গেছে, উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন বাঘাবাড়ি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোশারফ হোসেন কে তুলে নিয়ে মারপিট করে । এ সময় বাঘাবাড়ি শ্রমিকেরা খবর পেয়ে শাহজাদপুরের দিলরুবা মহাসড়কে এসে গাড়ী সড়কে ফেলে প্রতিবাদ জানায় । এসময় উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক গ্যাদা জানান,তার প্রচার শ্রমিককে সিএনজি শ্রমিকেরা তুলে নিয়ে মারপিট করে আমরা খবর পেয়ে বাঘাবাড়ি থেকে শাহজাদপুর চলে আসি এসময় শ্রমিকেরা মারপিটের ঘটনায় মহাসড়ক অবরোধ করে । প্রায় দুইঘন্টা পর যানবাহন আটকে পড়ে । এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। খবর পেয়ে উপজেলা নিবাহী অফিসার মোঃ কামরুজ্জামান শ্রমিকদের সাথে জরুরী বৈঠক করেন । এবং সুষ্ঠ বিচার দেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা ।