২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

বাঘ আতঙ্ক শেষে, বনবিড়াল আটক

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কমঃ- বাঘ এসেছে, বাঘ দেখা গেছে’ এমন আতঙ্কের পর অবশেষে একটি বনবিড়াল
আটক করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের
সীমান্তবর্তী শিবচন্ডি গ্রামের লোকজন বনবিড়ালটিকে আটক করে। সীমান্তবর্তী ওই চা
বাগানে কর্মরত চা শ্রমিকরা মেছো বাঘ মনে করে এটিকে আটক করে। খবর পেয়ে বন বিভাগের
লোকজন ঘটনাস্থল থেকে প্রাণীটিকে উদ্ধার করে পঞ্চগড়ে নিয়ে আসেন। পরে ঊর্ধ্বতন
কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা। দেবনগর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মো. মহসীন আলী জানান, সীমান্তবর্তী শিবচন্ডি গ্রামের চা বাগানে
শ্রমিকরা কাজ করছিল। এসময় ওই প্রাণীটি দুজন চা শ্রমিককে তাড়া করে। তারা সেখান থেকে
পালিয়ে এসে চা বাগানে কর্মরত অন্যান্য শ্রমিকদের বিষয়টি বললে সকল শ্রমিক মিলে ধাওয়া
করে ওই প্রাণীটিকে আটক করে। পরে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইছামুলের বাড়ির সামনে
একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। এসময় বাঘ দেখার জন্য শত শত উৎসুক জনতা ওই বাড়িতে
ভিড় করে।