১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

(বাপুস) সুজানগর উপজেলা শাখার মজিদ সভাপতি ও রেজাউল সম্পাদক

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির(বাপুস) সুজানগর উপজেলা শাখার আব্দুল মজিদ (দিশা লাইব্রেরী,সুজানগর বাজার) সভাপতি ও রেজাউল করিম (বুক কর্ণার,তাঁতিবন্দ বাজার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  কার্যনির্বাহী নতুন কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি ফজলুর রহমান (হাবিব  লাইব্রেরী,সাতবাড়ীয়া বাজার), যুগ্ন-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ( বই মেলা লাইব্রেরী, সুজানগর বাজার), কোষাধ্যক্ষ আব্দুল হান্নান ( সৃষ্টি লাইব্রেরী ,পোড়াডাঙ্গা বাজার),সম্মানিত সদস্য মোসলেম উদ্দিন ( স্টুডেন্ট লাইব্রেরী, সুজানগর বাজার),উজ্জল হোসেন (উজ্জল বই বিতান,সুজানগর বাজার) হোসনেয়ারা (সাদ লাইব্রেরী,সুজানগর বাজার),আক্কাজ আলী ( আক্কাজ লাইব্রেরী, বোনকোলা বাজার) মঞ্জুরুল ইসলাম (সুধা লাইব্রেরী,দুলাই বাজার), ও রইচ উদ্দিন (বিদ্যা নিকেতন লাইব্রেরী,দুলাই বাজার)। নির্বাচন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় বিজয়ীরা  সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিআরডিবির চেয়ারম্যান ও সুজানগরের বিশিষ্ট সমাজ সেবক  একিউএম শামসুজ্জোহা বুলবুল, নির্বাচন কমিশনার ছিলেন সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক হেলাল উদ্দিন,কাজেম উদ্দিন,স্টাফ শফিউল ইসলাম(শফি) ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন  সাদিকুল ইসলাম নাইস।