২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

বিজেএমসি’র নিকট পাওনা টাকার দাবিতে ঢাকায় পাট ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

শেয়ার করুন:

ইছামতি২৪করেসপন্ডেন্টঃবাংলাদেশ জুট মিল কর্পোরেশনের আওতাধীন মিলের নিকট ব্যবসায়ীদের পাটের বকেয়া টাকা পাওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পাট ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার(১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার মতিঝিলে বিজেএমসি’র সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ পাট ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ¦ নুরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির নেতা টিপু সুলতান, শ্রী কার্তিক চন্দ্র সাহা, নাসির উদ্দিন ও মোস্তাক আহম্মেদ। বক্তারা বলেন, সরকারি পাট মিলের নিকট ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রায় ২৬৫ কোটি টাকা বকেয়া রয়েছে। টাকার অভাবে প্রতিযোগিতা মূলক বাজারে তারা নতুন পাট মৌসুমে ব্যবসা থেকে ছিটকে পড়ছে। নিজেদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকার শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে ভাবলেও ব্যবসায়ীদের পাওনা নিয়ে কিছু বলছেন না।
এ অবস্থান কর্মসূচিতে দুইশতাধিক পাট ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আগামী কয়েক দিন ধরে ব্যবসায়ীরা বিভিন্ন কর্মসূচী পালন করবেন বলে জানা গেছে।