১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:

নিজস্ব
প্রতিবেদন:
করোনার কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস করা বিদেশি
শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
ঘোষণা
দেয়ার এক সপ্তাহ পর সিদ্ধান্ত বাতিল করল মার্কিন অভিবাসন ও শুল্ক আরোপকারী সংস্থা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অঙ্গরাজ্য এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো করায় চাপের মুখে এই
সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এই সিদ্ধান্ত থেকে পিছু হটলেও অনলাইনে ক্লাস করা বিদেশি
শিক্ষার্থীদের বিষয়ে নতুন কিছু নির্দেশনা জারি করবে ট্রাম্প প্রশাসন। করোনার কারণে
আগামী একবছর সব ক্লাস অনলাইনে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষস্থানীয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
গত
৬ জুলাই মহামারির কারণে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে সব ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে,
সেগুলোর বিদেশি শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিল মার্কিন ইমিগ্রেশন
ও কাস্টমস বিভাগ (আইসিই)। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশটির শিক্ষাবিদ থেকে
শুরু করে রাজনীতিবিদদের মধ্যে।
আইসিই’র
আদেশের বিরুদ্ধে মার্কিন আদালতে প্রথমে মামলা করে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস
ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। একই বিষয়ে এ সপ্তাহে মামলা করেছেন অন্তত ১৮টি অঙ্গরাজ্যের
গভর্নররাও।
মঙ্গলবার
উভয়ের পক্ষ থেকে বিচারক অ্যালিসন ডি. বারোজ ঘোষণা দিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুসারে
অনলাইনে ক্লাস নেয়া কোনও প্রতিষ্ঠানের কোনও বিদেশি শিক্ষার্থীকেই ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্র।
মার্কিন
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের বদলে হোয়াইট হাউস এখন থেকে নতুন
বিদেশি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন নিয়ম জারির চিন্তাভাবনা করছে।
চলতি
বসন্ত ও গ্রীষ্মকালীন সেমিস্টারে যেসব ক্লাস অনলাইনে হবে, সেগুলোর বিদেশি শিক্ষার্থীদের
যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি সাময়িকভাবে বাতিলের ঘোষণা দিয়েছিল আইসিই পরিচালিত ‘স্টুডেন্ট
অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটার প্রোগ্রাম’।
এতে
এফ-১ এবং এম-১ ভিসাধারী শিক্ষার্থীদের মধ্যে যাদের অন্তত একটি ক্লাসেও স্বশরীরে উপস্থিত
হতে হচ্ছে না, তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র ত্যাগ অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হতো।
এই নিয়মের বাইরে গেলে শাস্তিরও ঘোষণা দেয়া হয়। তবে, এ ভিসা নিষেধাজ্ঞা নতুন শিক্ষাবর্ষে
থাকবে না বলে জানানো হয়েছিল।
তথ্যসূত্র:
বিবিসি